মাদারীপুরের শিবচরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা কামাল জামান মোল্লার মতবিনিময় সভা


র‌বিউল হাসান,শিবচর প্রতি‌নি‌ধিঃ-মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী উপ‌জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বিএনপি’র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য, কামাল জামান মোল্লা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।


শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে শিবচরে তাঁর নিজ বাসভবনে উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন। পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।


এসময় তিনি সাংবাদিকদের নিয়ে তার রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


কামাল জামান মোল্লা বলেন,তিনি আরও বলেন,দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দ্রুত একটি সুসংগঠিত কমিটি গঠন করা হয়েছে। দল যাকে উপযুক্ত মনে করে তাকে মনোনয়ন দেবে,আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো,ইনশাআল্লাহ। আপনারা গণমাধ্যম কর্মীরাও যেন সবাইকে সমান চোখে দেখেন এটাই আমাদের প্রত্যাশা। আমি আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দিবে,আমরা তাকেই মেনে নিবো।দল যাকে মনোনয়ন দিবে আমরা তাঁরই পাশে থেকে ধানের শীষের নির্বাচন করবো।


এছাড়াও কামাল জামান মোল্লা আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে মাদারীপুর-১(শিবচর) আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পাওয়ার তীব্র ইচ্ছে ব্যক্ত করেন।


পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


এসময় জেলা ও  উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।