অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:৩৭
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:
দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নতুন সদস্যদের পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে পৌর শহরের ইসলামপাড়ায় অবস্থিত ৪নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান জিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলী হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ তুহিন, সহ-সভাপতি প্রভাষক সাইদুর রহমান, প্রচার সম্পাদক আসলাম হোসেন, প্রবাসী কল্যাণ সম্পাদক টুটুল বিশ্বাস এবং ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোজাফফর রহমান মাস্টার।
বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ সংসদীয় আসনে প্রার্থী ও প্রতীক দেখে ভোট দিতে অভ্যস্ত। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন জনগণ কখনোই মেনে নেবে না। যারা জনগণকে উপেক্ষা করে ক্ষমতার জন্য রাজনীতি করে, তারাই এ পদ্ধতি চাচ্ছে।
এসময় নেতারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেবে। বাড়ি বাড়ি গিয়ে বিএনপি'র ৩১ দফা কর্মসূচি ভোটারদের বোঝানোর পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান তারা।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।