অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ অক্টবার ২০২৫, সময়ঃ ০৩:৩১
শাহ আলম,ঘোড়াঘাট,দিনাজপুর থেকেঃ-দিনাজপুর ঘোড়াঘাটের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শ্রী শুভ দাস আকাশ ওরফে সৌরভকে (২৭) গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ ও র্যাব -১। দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ ও র্যাব-১ বুধবার (০১ অক্টোবর) রাতে গাজীপুর বাসন এলাকায় যৌথ অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শ্রী শুভ দাস আকাশ ওরফে সৌরভ ঘোড়াঘাট পৌরশহরের ঘাটপাড়া এলাকার শ্রী বকুল দাসের পুত্র। সাজা থেকে বাঁচতে সে গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন।
পুলিশ জানায়, আসামি শ্রী শুভ দাস আকাশ ওরফে সৌরভ ২০২১ সালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে হেরোইন বিক্রি করার সময় হাতেনাতে আটক হয়। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় তিন বছর আটক থাকার পর জামিনে মুক্তি পায়। সেই থেকে পলাতক ছিলেন আসামি শ্রী শুভ দাস আকাশ ওরফে সৌরভ।
পরে দীর্ঘ শুনানি শেষে গাইবান্ধা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত চলতি বছরের মার্চ মাসে শ্রী শুভ দাস আকাশ ওরফে সৌরভের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডে দন্ডিত হয়। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারী করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, আসামি শ্রী শুভ দাস আকাশ ওরফে সৌরভ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয় ঘোড়াঘাট থানা পুলিশকে। গত পাঁচ মাসে রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার সম্ভাব্য বেশ কয়েক জায়গায় অভিযান চালায় পুলিশ। পরে ঘোড়াঘাট থানা পুলিশ, এস আই আহনাফ তাহমিদের নেতৃত্বে ও র্যাব-১ এর সহযোগীয় বুধবার রাতে গাজীপুর বাসন এলাকা থেকে শ্রী শুভ দাস আকাশ ওরফে সৌরভ কে গ্রেপ্তার করেন।
পরে সেখান থেকে বৃহস্পতিবার (০২ অক্টোবর) ভোর সাড়ে ৩টায় ঘোড়াথাট থানায় নিয়ে আসা হয়। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে উক্ত আসামীকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।