অটোভ্যান ও মুদি দোকানের উপকরণ বিতরণ


পলাশবাড়ী( গাইবান্ধা)প্রতিনিধিঃ-আর নয় ভিক্ষাবৃত্তি-চাই আত্মমর্যাদাশীল জীবন’ এই শ্লোগান সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচীর আওতায় অটোভ্যান ও মুদি দোকানের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
 
 উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে অটোভ্যান ও মুদি দোকানের জন্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়। 
 
প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।
 
 এ কর্মসূচীর আওতায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে উপজেলার ৪ জন ভিক্ষুককে অটোভ্যান এবং ২ জন ভিক্ষুককে মুদি দোকানের উপকরণ ক্রয়ের নিমিত্তে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।
 
 তারা হলেন উপজেলার বরিশার ইউপি’র সাবদিন ভগবর্তীপুর গ্রামের হামিদা বেগম, বেতকাপা ইউপি’র সাতারপাড়া গ্রামের লাল মিয়া, একই গ্রামের মমিনা বেগম, গোয়ালপাড়া গ্রামের রুলি বেগম, মনোহরপুর ইউপি’র নিমদাসেরভিটা গ্রামের মাহাবুর রহমান ও হরিণাথপুর ইউপি’র গ্রামের তালুকজামিরা গ্রামের শাহিনুর বেগম।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।