পীরগঞ্জে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ-রংপুরের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জ্যোতিডাঙ্গা বিলে মাছ ধরার সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রাপাতে মিজানুর রহমান (৩৫) ঘটনা স্থলেই মারা যায়। তিনি দুই সন্তানের জনক। নিহতের বাড়ি ওই ইউপি’র কেশবপুর গ্রামে। তিনি মৃত্যু জলিল মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 

ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বজ্রপাতে মিজানুরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে
 

উল্লেখ্য, প্রতি বর্ষা মৌসুমে পীরগঞ্জসহ রংপুর অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির ঘটনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বজ্রপাতের সময় খোলা মাঠে না দাঁড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

 

মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।