অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ অক্টবার ২০২৫, সময়ঃ ০৮:১০
পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ পলাশবাড়ী রিপোর্টার ইউনিট এর দপ্তর সম্পাদক ও দৈনিক গণমুক্তি পত্রিকা উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহারুল ইসলাম এর পিতা সর্বজন পরিচিত শমশের আলী মাস্টার ইন্তেকাল করেছেন।
১ লা অক্টোবর বুধবার সকালে পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮৫ বছর।
তিনি স্ত্রী, পাঁচ পুত্র, দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর মরহুমের নিজগ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে পলাশবাড়ীর সাংবাদিক সমাজসহ সাংবাদিক সংগঠনগুলো শোক প্রকাশ করেছেন। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।