ধানের শীষে ভোট দিতে উন্মুখ দেশের মানুষ : ডা. জাহিদ হোসেন


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ আজ উন্মুখ হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, বিএনপিকে আগামী দিনে জয়যুক্ত করার জন্য। 

 

জনগণ আজ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। তাই মনে রাখবেন,আপনাদের কখনোই কারো কথায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। নিজেরা ঐক্যবদ্ধ হোন, জনগণকে ঐক্যবদ্ধ করুন। প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা-বোনদের উদ্বুদ্ধ করুন। কারণ এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন এখন ধানের শীষ।

 

তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সব সময় মাঠে থাকবে। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনকে সহযোগিতা করব, যাতে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে। কোন অবস্থাতেই 

স্বরযন্ত্রকারীদের দেশে সরব হতে দেওয়া হবে না। কারণ যাদের পরাজয়ের আশঙ্কা আছে, তারাই স্বরযন্ত্র করে। তাই তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে।

 

ডা. জাহিদ হোসেন আরও বলেন, দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদের অধিকার ফিরে পেতে চায়। বিএনপি সেই আন্দোলনের অগ্রভাগে রয়েছে। এই লড়াই জনগণের লড়াই। তাই মাঠে থাকতে হবে, ঘরে ঘরে সংগঠিত হতে হবে। আগামী নির্বাচন হবে জনগণের আন্দোলনের ফসল।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপি আয়োজিত মতবিনিময় ও যৌথ কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

 

এসময় স্থানীয় ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।