বকশীগঞ্জে সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন।


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজীর দায়েরকৃত মামলায় কারাগারে থাকা সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা ।
 
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন মেলান্দহের ইত্তেফাকের সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহজামাল, বকশিগঞ্জের ইত্তেফাকের সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাংবাদিক এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী।
 
মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী ইসমাইল সিরাজী সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। আইনজীবী সিরাজী ও তার বোন স্বপ্না বেগমের মধ্যে জমিজমা বিরোধের জেরে স্বপ্না বেগমের স্বামীসহ দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে জড়ানো হয়। ওই মামলায় সাংবাদিক লিমন গত ২৪ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
 
অবিলম্বে এই মামলা প্রত্যাহার ও সাংবাদিক লিমনের মুক্তি দাবি করেন বকশীগঞ্জ উপজেলার কর্মরত সকল সাংবাদিক। উল্লেখ্য, গত ২১ জুলাই নিলাখিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল সিরাজী একই গ্রামের তার ভগ্নিপতি সহ ৩ জনকে আসামী করে জামালপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আইনজীবী সিরাজীর ভগ্নিপতির ভাই সাংবাদিক মনিরুজ্জামানকেও আসামী করা হয়।ওই মামলায় কারাগারে থাকা লিমনের মুক্তি দাবিতে মানববন্ধন করা হয়।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।