গাইবান্ধার পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ


পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ  গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার ৭ নং পবনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতি,অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ইউএনও মহোদয়সহ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করে অত্র ইউনিয়নের ৬ জন ইউপি সদস্য।
 

২৮ সেপ্টম্বর দুপুরে পরিষদের সামনে ৬ জন ইউপি সদস্যসহ এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করেন।
 

চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে সরকারি পরিপত্র উপেক্ষা করে মনগড়া ভূমিকা পালন করে আসছেন। এক্ষেত্রে ইউপি সদস্যদের সাথে কোনরূপ পরামর্শ না করে বেপরোয়া মানসিকতায় অবৈধপন্থায় পরিষদের কার্যক্রম অব্যাহত চালিয়ে যাচ্ছেন। ফলে ইউনিয়নবাসী সরকারি প্রকৃত সেবাপ্রাপ্তি থেকে যেমন বঞ্চিত হচ্ছেন তেমনি উন্নয়নমূলক কর্মকান্ড থেকে অত্র-এলাকা পিছিয়ে পড়ছে। চেয়ারম্যান ২০২৩-২৪ অর্থবছরে ভূয়া প্রকল্প দেখিয়ে ১% অর্থ ছাড়াও পরিষদের আদায়কৃত অর্থ ব্যাংকে জমা না রেখে তিনি নিজেই পকেটস্থ করেছেন। এছাড়া জন্ম নিবন্ধনের সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি আদায় অব্যাহত চালিয়ে যাচ্ছেন।
 

অপরদিকে, জনসাধারণের নিকট গ্রাম আদালতের বিপরীতে ১০/২০ টাকা নেয়ার কথা থাকলেও চেয়ারম্যান সেখানে ৪’শ টাকা পর্যন্ত ফি নিচ্ছেন। টিসিবি সুবিধাভোগীর নামীয় কার্ডের পণ্যসামগ্রী তিনি নিজেই উত্তোলন করে আত্মসাত করছেন। ২০২৩-২৪ অর্থবছরের ভিডবিøউবি কর্মসূচির ক্ষেত্রে অগ্রাধিকার অন্তর্ভূক্তির তালিকা অনিয়ম করে অর্থের বিনিময় দরিদ্রদের বাদ দিয়ে নিজস্ব আত্মীয় স্বজনের মাঝে এসব কার্ড বিতরণ করেন। ২০২১-২২ অর্থবছর এলজিএসপি’র বরাদ্দকৃত অর্থ ভূয়া প্রকল্প দাখিলের মাধ্যমে আত্মসাৎ করেন। হাট-বাজার উন্নয়ন সহায়তা প্রকল্পের টাকায় ভুয়া প্রকল্প দেখিয়ে শুধুমাত্র ভুয়া বিল ভাউচার দেখিয়ে সমস্ত টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন।
 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়ার্ড সদস্য শাহিনুর বেগম, মেরিনা বেগম, মোঃ শাহ আলম সরকার,  বাবু, গোলাম রসুল ও উজ্জ্বল প্রমুখ।
 

পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুব রহমানের বিরুদ্ধে অনিত অভিযোগ মিথ্যা বানওয়াট ভিত্তিহীন বলে তিনি উড়ে দেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।