হিলি সীমান্তবর্তী পূজামণ্ডপে কঠোর নিরাপত্তায় বিজিবি সদস্যরা


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুরের হিলি সীমান্তবর্তী উপজেলার পূজামণ্ডপগুলোতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হিলি চণ্ডীপুর সর্বজনীন মন্দির থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জয়পুরহাট-২০ বিজিবির সদস্যরা।

জয়পুরহাট-২০ বিজিবি'র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সীমান্তবর্তী এলাকার প্রতিটি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন।

 

তিনি আরো বলেন বলেন, আমাদের ব্যাটালিয়নের সদস্যরা ২৪ ঘণ্টা টহল দেবেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ জানান, নিরাপত্তার বিষয়ে তাদের মধ্যে কোনো ধরনের শঙ্কা নেই। বরং বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে এখন তারা উৎসবমুখর পরিবেশে পূজার প্রস্তুতি নিচ্ছেন।

 

হিলিসহ আশপাশের সীমান্তবর্তী এলাকায় ইতোমধ্যেই মণ্ডপগুলোতে প্রতিমা সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। ভক্ত ও দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবির এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম পুরো এলাকায় উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।