অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৫:১৩
শনিবার বিকেলে বগুড়ার চকফরিদ কলোনীর শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া জেলা শাখার শিক্ষক প্রতিনিধি সম্মেলন অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কেন্দ্রীয় কমিটির রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জেনারেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল।
প্রধান অতিথি বলেন, অবিলম্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সম্মানজনক বাড়ি ভাড়া, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী ম্রাাসা ও অনার্স কোর্সের শিক্ষকগণকে এমপিওভুক্ত করতে হবে । তিনি আরো বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণকে পেনশনের সুবিধার আওতায় আনতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করতে হবে । ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া অঞ্চলের উপদেস্টা অধ্যাপক মোঃ আব্দুর রহিম, আদর্শ শিক্ষক ফেডারেশন ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সহ সভাপতি অধ্যাপক মুহাঃ রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমীর ও সংগঠনের প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
আরো বক্তব্য রাখেন মাওলানা মানছুরুর রহমান,অধ্যাপক আব্দুল বাছেদ, অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, মাওলানা মোঃ আব্দুল মজিদ।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।