অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৪:৫৮
বগুড়ায় পূজামন্ডপের রাস্তা সংস্কার করলো জামায়াত নেতৃবৃন্দ।শনিবার সকালে বগুড়া শহরের বড়কুমিড়া বাঁশবাড়িয়া এলাকায় পূজামন্ডপের রাস্তায় পূজারীদের চলাচলের জন্য ইট বিছিয়ে দেয়া হয় ও মন্ডপ পর্যন্ত রাস্তা চলাচলের জন্য সড়ক পরিচ্ছন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। উপস্থিত ছিলেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাসেদ, মাওলানা সুলতান আলী, মোর্শেদুল ইসলাম সুইট, আবু হুর ফারাজী, মুক্তার হোসেন, ওবায়দুল হোসেন, দিলদার হোসেন প্রমুখ। পরে তিনি পূজা মন্ডপ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন অনন্ত চন্দ্র প্রামাণিক, হেমন্ত কুমার সরকারসহ নেতৃবৃন্দ। মত বিনিময়কালে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই বাংলাদেশী।দেশটা আমাদের সবার। আমরা সবাই দেশকে সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাস্ট্রে পরিণত করতে চাই। আপনারা আমাদের সম্পদ। ফ্যাসিস্ট সরকার পালানোর পর আমাদের লোকজন আপনাদের পূজা মন্ডপ পাহারায় নিয়োজিত ছিল।
অপর দিকে বিকেলে সাবগ্রাম হাটে অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল গনসংযোগ করেন। গণ সংযোগ কালে সাবগ্রাম হাটে পথসভায় তিনি বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে অবাধ সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন দিন। জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করতে চায়।ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন শহর আইন সম্পাদক এ্যাডভোকেট শাহীন মিয়া, মাস্টার শামসুজ্জামান, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম প্রমুখ।
তিনি আরো বলেন, অবাধ সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করতে হবে। পি আর পদ্বতির ভোট দাবী করে তিনি বলেন এটা এখন জনগনের দাবী।এ পদ্বতিতে ভোট হলে কোন ভোটারের ভোট নস্ট হবে না। তিনি সরকারের উভয় কক্ষে পিআর পদ্বতির জোর দাবী জানান।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।