ক্লাসরুমে বাজল ‘জয় বাংলা,জিতবে এবার নৌকা’,ভিডিও ভাইরাল


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধা সরকারি কলেজের ক্লাসরুমে সাউন্ডবক্সে আওয়ামী লীগের নির্বাচনি গান ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ বাজিয়ে উল্লাস করেছেন একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা ক্লাসের পোশাক পরিহিত অবস্থায় স্লোগান দেন।গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, এক যুবক গানটির তালে তালে স্লোগান দিচ্ছেন, তার সঙ্গে তাল মেলাচ্ছেন অন্যরা।
প্রথমে ভিডিওটি এস এ মাহী নামের এক ফেসবুক ব্যবহারকারীর আইডিতে দেখা গেলেও কিছুক্ষণ পর সেটি আর পাওয়া যায়নি। তবে, ইতোমধ্যেই অনেকেই সেটি ডাউনলোড করে পুনরায় ফেসবুকে শেয়ার করেছেন।

ফেসবুক ব্যবহারকারীদের দাবি, ভিডিওটি গাইবান্ধা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, যেসব সাউন্ডবক্স ক্লাসের পাঠদানের কাজে ব্যবহৃত হওয়ার কথা, তা দিয়ে রাজনৈতিক গান বাজানো অযৌক্তিক। কলেজ কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা।সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী হাসানুর রহমান হিমন ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “গাইবান্ধা সরকারি কলেজে জয় বাংলা জিতবে এবার নৌকা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস।” তার পোস্টে অনেকে মন্তব্য করেছেন, ওই শিক্ষার্থীদের আইনের আওতায় আনা উচিত।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সুলতান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, “ঘটনার বিষয়ে দুপুরে কিছুই জানতাম না। বিকেলে শুনেছি, এরকম একটি ঘটনা ঘটেছে। সম্ভবত ক্লাস শেষ হওয়ার পর এ কাণ্ড ঘটে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।