অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৮ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০২:০৪
মোকছেদুল মমিন মোয়াজ্জেম, দিনাজপুর প্রতিবেদক:-দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন দিনাজপুরের সহযোগিতায় বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর বড় মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে অংশ নেন এনডিসি মো. ফয়েজুর রহমান ফয়েজ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সুজন পারভেজ, দ্যা গ্র্যান্ড দাদুবাড়ির সিনিয়র ম্যানেজার (অপারেশন) মো. রশিদুল ইসলাম রাশেদ, দিনাজপুর পর্যটন কর্পোরেশনের ইনচার্জ মোহাম্মদ আলী আজম, টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. সাইদুর রহমান এবং দিনাজপুর ট্যুরিজমের প্রোপাইটর হোসেন সৈয়দ হাসানুজ্জামান প্রমুখ।
র্যালি শেষে দিনাজপুর বড় মাঠে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযান পরিচালনা করা হয়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।