অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৯:৩৮
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা ঃ -রংপুরের পীরগঞ্জ উপজেলা বাসস্ট্যান্ডে আধুনিক চিকিৎসার সমন্বয়ে স্বল্প খরচে অত্যাধুনিক মানের বহুতল বিশিষ্ট একটি "ইসলামী হাসপাতালের" শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে ইসলামী হাসপাতালের ফিতা কেটে উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে প্রথম শহীদ বীর শ্রেষ্ট আবু সাইদের পিতা মোঃ মকবুল হোসেন।
ইসলামী হাসপাতালের চেয়ারম্যান মোঃ মেজবাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি এই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল বাছেদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ড, মোঃ আব্দুল লতিফ মিয়া, জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড, আবু সায়েম, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মাহাবুর হোসেন, জামায়াত নেতা মাওলানা ইদ্রিস আলী, মওলানা আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন শহীদ আবু সাইদের পিতা মোঃ মকবুল হোসেন।