চোট কাটিয়ে ফিরছেন লামিনে ইয়ামাল


৭১ ভিশন ডেস্ক:- বার্সেলোনার জন্য এলো বড় স্বস্তির খবর। ইনজুরি থেকে সেরে উঠেছেন তরুণ তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সী এই উইঙ্গার আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত।

 

সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ইনজুরিতে পড়ায় ইয়ামাল টানা চার ম্যাচ খেলতে পারেননি।তবে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে ফিরে আসার ঘোষণা দেন তিনি। ক্যারিয়ারের সেরা কিছু মুহূর্তের ভিডিও পোস্ট করে ইয়ামাল লিখেছেন “হেই! আমি ফিরছি।

 

মৌসুমের শুরুটা দুর্দান্ত ছিলো ইয়ামালের। লিগের প্রথম তিন ম্যাচে বার্সেলোনার হয়ে তিনি দুই গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন। জাতীয় দলের জার্সিতেও নজর কাড়েন; বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে তিনটি অ্যাসিস্ট করেছিলেন তিনি।তবে জাতীয় দলের হয়ে খেলার সময়ই ইনজুরি বাড়ার অভিযোগ করেছিলেন বার্সা কোচ হান্সি ফ্লিক। যদিও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে সেই অভিযোগকে গুরুত্ব দেননি।

 

এদিকে, বার্সেলোনা নতুন দুশ্চিন্তায় আছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার ইনজুরি নিয়ে। ওভিয়েদোর বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয় তাকে। পরীক্ষার পরই তার অবস্থা নিশ্চিত হবে বলে জানিয়েছে ক্লাব। ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে দ্রুতই ফিরতে পারেন। তবে দীর্ঘ সময় বাইরে থাকতে হবে গোলরক্ষক টের স্টেগেন ও মিডফিল্ডার গাভিকে। ফারমিন লোপেজও অন্তত তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না।

 

চোট সমস্যায় জর্জরিত হলেও বার্সেলোনা এখনো অপরাজিত। সাত ম্যাচে ছয় জয় ও এক ড্র নিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে কাতালানরা।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।