বগুড়ায় শারদ র্আশীবাদ জানাতে এমপি র্প্রাথীর বাড়তিে র্ধমীয় নতোরা


সনাতন র্ধমাবলম্বী মানুষদরে ব্যতক্রিমী ভালোবাসায় সক্তি হলনে গাইবান্ধা-৫ আসনরে (সাঘাটা-ফুলছড়)ি সংসদ সদস্য র্প্রাথী নাহদিুজ্জামান নশিাদ। আগামী রববিার মহাষষ্ঠীর মধ্য দয়িে শুরু হওয়া শারদ উৎসবরে ১দনি আগে বগুড়ায় তার নজি বাড়তিইে আর্শীবাদ জানাতে ছুটে এসছেলিনে সাঘাটার প্রায় দুই শতাধকি সনাতন র্ধমাবলম্বী মানুষ। পূজার আগে সকলরে সাথে শুভচ্ছো বনিমিয়রে মধ্য দয়িে শুক্রবার (২৬ সপ্টেম্বের) বকিলেে নশিাদরে সউেজগাড়রি বাড়তিে যনে সৃষ্টি হয়ছেলি শারদ উৎসবরে এক অন্যরকম আমজে।
 

এ সময় নাহদিুজ্জামান নশিাদ নতো হসিবেে নয় তাদরে পরবিাররে একজন সদস্য হসিবেে সাঘাটার প্রায় ৪৫ থকেে ৫০টি পূজা মন্ডপরে নতেৃবৃন্দদরে র্সাবকি খােঁজ খবর ননে এবং তাদরে হাতে শারদ উপহার তুলে দনে। 
 

অনুষ্ঠতি এই মতবনিমিয় সভায় কউে যখন নশিাদকে আঁকড়ে ধরছলিনে তাদরে বুকে আবার কউেবা পরম মমতায় হাত বুলয়িে দচ্ছিলিনে তার মাথায়। বগিত সময়ে নশিাদরে নানা ইতবিাচক র্কমকাÐরে কথা কৃতজ্ঞচত্তিে স্মরণ করে তারা সকলইে র্ধমীয় স¤প্রীতি রক্ষার র্স্বাথে নশিাদকে সাঘাটা-ফুলছড়ি আসনে এবারো নর্বিাচনে অংশগ্রহণরে অনুরোধ জানান। 
 

মতবনিমিয় সভায় ২নং ভরতখালি ইউনয়িন পূজা উদযাপন পরষিদরে সভাপতি সন্তোষ কুমার র্বমণ ও সাধারণ সম্পাদক নরশে চন্দ্র র্বমন, মঠিু চন্দ্র সাহাসহ সাঘাটার প্রায় ৫০টি পূজা মন্ডপরে সভাপত,ি সাধারণ সম্পাদক, সাংগঠনকি সম্পাদকসহ মোট দুই শতাধকি সনাতন র্ধমাবলম্বী মানুষ উপস্থতি ছলিনে।
নাহদিুজ্জামান নশিাদ বলনে, একজন নতোর জন্য এটি সত্যইি র্সবােচ্চ প্রাপ্ত।ি এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মত না। পূজার যখন বাকি মাত্র এক দনি তখন তারা নজিদেরে পরবিাররে সদস্যদরে সময় না দয়িে তার বাড়তিে ছুটে এসছেনে তাকে আর্শীবাদ জানাত।ে এটি অনকে বড় পাওয়া। 
 

তনিি বলনে, স¤প্রতি তনিি তার নর্বিাচনী এলাকায় নানা ব্যস্ততায় যতেে পারনেন।ি তাই সাঘাটা উপজলোর প্রায় ৪৫ থকেে ৫০টি পূজা মন্ডপরে র্ধমীয় নতোরা নজিরোই এসছেলিনে তার সাথে পূজার শুভচ্ছো বনিমিয় করত।ে তনিি সকলরে ভালবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশরে পাশাপাশি শারদ শুভচ্ছো জ্ঞাপন করনে।
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।