জামালপুরে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।


শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত হলো বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০২৫। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 
এতে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্কুল চ্যাম্পিয়ন এবং কোয়ার্ক পাবলিক স্কুল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের দল নেতা আসমাহু সাদিকা সোয়াইবা। প্রতিযোগিতায় জেলার আটটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। অংশ নেওয়া অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো– জামালপুর জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বকশীগঞ্জ উলফাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল, মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয় ও ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ।
 
পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল ১০টায় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ কর্নেল (অব.) মো. রশিদুল ইসলাম খান, এসজিপি, পিএসসি, জি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান বিজ্ঞানের যুগ। বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জন ও যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সহায়ক হবে।
 
অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানজিলা রহমান ও প্রধান প্রশাসনিক কর্মকর্তা হাসান শরীফ, সমকাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা শ্যামল চন্দ্র সাহা ও ইকরামুল হক নবীন।
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী। সঞ্চালক ছিলেন সুহৃদ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হুসেন। সর্বিক সমন্বয়ক করেন জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা যুক্তি-পাল্টা যুক্তির প্রতিটি পর্ব উপভোগ করেন।
 
দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।