রাজারহাটে ওসি নাজমুল আলমের প্রত্যাহার বাতিল করে পুনর্বহালের দাবিতে মানববন্ধন


সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:-কুড়িগ্রামের রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলমকে ষড়যন্ত্রমূলকভাবে প্রত্যাহারের অভিযোগ তুলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাদ আছর রাজারহাট পুরাতন সোনালী ব্যাংক চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে সর্বস্তরের সাধারণ মানুষ।
 
এতে এলাকাবাসীর বিপুল অংশগ্রহণ দেখা যায়। বক্তারা দাবি জানান, ওসি নাজমুল আলম দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।তাই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রত্যাহার জনগণ মেনে নেবে না।
 
মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।পরে রাজারহাট থানা এলাকাবাসীর পক্ষ থেকে কুড়িগ্রামের পুলিশ সুপারের (এসপি) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।