সুনামগঞ্জে বৈদিক সনাতন সামাজিক সংগঠন এর উদ্যোগে মানবিক মানবের অর্থায়নে বস্ত্র বিতরণ


রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:-সততাই শ্রেষ্ট সম্পদ মানব সেবাই ধর্ম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় হত দরিদ্র মানুষের মাঝে শারী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

 

অদ্য-২৪/০৯/২০২৫ ইং রোজ বুধবার বেলা ১১ ঘটিকায় ১২০ জনের মাঝে শারী ও লুঙ্গি বিতরণ করা হয়।

 

শারদীয় দূর্গা পুজা উপলক্ষে ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠন এর উদ্যোগে মানবিক মানবের অর্থায়নে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবু দুলাল সরকার সভাপতি ধর্মপাশা গ্রাম বৈদিক সনাতন সামাজিক সংগঠন,বস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবঃ- জনি রায়, উপজেলা নির্বাহি অফিসার ধর্মপাশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, অফিসার ইনচার্জ ধর্মপাশা থানা,- কাজী মাজারুল হক, সাবেক সাধারণ সম্পাদক, ধর্মপাশা উপজেলা বিএনপি, জনাবঃ- বিকাশ রঞ্জন চৌধুরী (-ভানু-) সভাপতি, সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা বাড়ী সুনামগঞ্জ, ধর্মপাশা, জনাবঃ- যতীন্দ্র চন্দ্র সরকার, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ধর্মপাশা উপজেলা শাখা, জনাবঃ- মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক, ধর্মপাশা উপজেলা যুবদল, জনাবঃ-সালেহ আহমেদ, উপজেলা প্রতিনিধি, প্রথম আলো ধর্মপাশা,, জনাবঃ-মতিলালদেবনাথ, ভারপ্রাপ্ত সভাপতি, ধর্মপাশা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, জনাবঃ- তরুন বর্দ্ধন, সভাপতি, ধর্মপাশা সৎসঙ্গ শ্রী মন্দির, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাবঃ-ফারুক আহমেদ, সম্মানিত সদস্য, ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয় মেনেজিং কমিটি, জনাবঃ- সাইনূর আহমেদ, যুগ্ম আহ্বায়ক, ধর্মপাশা উপজেলা যুবদল, জনাবঃ- জুবায়ের আলম আলামিন, সম্মানিত সদস্য, ধর্মপাশা উপজেলা যুবদল, জনাবঃ- তোফায়েল আহমেদ সোহাগ, সদস্য সচিব, ধর্মপাশা উপজেলা সেচ্ছাসেবকদল, জনাবঃ- মনিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক, ধর্মপাশা উপজেলা ছাত্রদল, জনাবঃ- দীপক সরকার, সহ-সভাপতি ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন পরিষদ, জনাবঃ- মৃণাল কান্তি দেবনাথ যুগ্ন আহবায়ক পুজা উদযাপন ফ্রন্ড ধর্মপাশা উপজেলা, প্রমুখি, উক্ত অনুষ্টানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাবঃ- রতিলাল সরকার, প্রধান উপদেষ্টা, ধর্মপাশা বৈদিক সনাতন সামাজিক সংগঠন, উক্ত অনুষ্ঠানের শুভ সূচনায় মানবিক মানব গণদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উক্ত সংগঠন এর সকল সদস্যবৃন্দ।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।