অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৪৫
ছাইদুজ্জামান নাছিম,শিবচর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং এই সামাজিক ব্যাধি দমনে কার্যকর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা বিএনপি। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়ে এই স্মারকলিপি জমা দেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা সাজু, মোতাহার হোসেন হাওলাদার, শহিদুল ইসলাম দিপু, সদস্য আবু জাফর চৌধুরী, শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান) সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। তাদের এই পদক্ষেপ শিবচরে মাদকের বিরুদ্ধে একটি জোরালো সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ইঙ্গিত বহন করছে।
স্মারকলিপিতে মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, শিবচর উপজেলায় প্রতিনিয়ত মাদকের বিস্তার ঘটছে, যা একটি ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিয়েছে। এর ফলে যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে।
বিশেষভাবে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও তরুণ প্রজন্ম মাদকের ছোবলে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ থেকে বিচ্যুত হচ্ছে। মাদকসেবী বৃদ্ধির কারণে সমাজে পারিবারিক অশান্তি, চুরি, ছিনতাই, এবং অন্যান্য গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ, আইনের যথাযথ প্রয়োগ এবং ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা গণমাধ্যমকে বলেন, "মাদকের বিরুদ্ধে বিএনপি জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমরা প্রশাসনকে পরিষ্কার জানিয়েছি যে, মাদক নির্মূল কার্যক্রমে যদি বিএনপির কোনো সদস্যও বাধা হয়ে দাঁড়ায়, তবে তার বিরুদ্ধেও যেন প্রশাসন কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করে।"
উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান আরও বলেন, "মাদকের বিরুদ্ধে উপজেলা বিএনপি সর্বাত্মকভাবে সক্রিয় থাকবে। ইউএনও বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে আমরা আমাদের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছি। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সমাজের প্রতিটি স্তরে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে, যাতে তারা কোনোভাবেই এই অপতৎপরতা চালিয়ে যেতে না পারে।"
স্মারকলিপি গ্রহণ শেষে ইউএনও এইচ এ ইবনে ছামাদ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে জানান, শিবচর উপজেলা থেকে মাদক নির্মূলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। তিনি বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে।"
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।