অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৪২
সংবাদ বিজ্ঞপ্তি:-বিডিইআরএম ও নাগরিক উদ্যোগ এর আয়োজনে রাজধানীতে‘সংস্কার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর জন্য উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ‘সংস্কার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে বাংলাদেশের দলিত জনগোষ্ঠীর জন্য উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা আজ ২৩ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল ১০.০০ টায় রাজধানীর তোপখানা রোডস্থ সিরডাপ (এটিএম শামসুল হক মিলনায়তন) এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিডিইআরএম এর সভাপতি উত্তম কুমার ভক্ত। সভায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ এর প্রধান নির্বাহী জাকির হোসেন।
মূল বক্তব্য উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ এর দলিত অধিকার প্রকল্পের ক্যাম্পেইন কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল ইসতিয়াক মাহমুদ।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রম বিষয়ক সংস্কার কমিশন এর সভাপতি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, নারী বিষয়ক সংস্কার কমিশন এর সভাপতি শিরীন পারভীন হক, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর অর্থ সমন্বয়ক দিদারুল ইসলাম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর সালমা আখতার, লেখক ও সাংবাদিক সোহরাব হাসান, লেখক ও গবেষক মাজহারুল ইসলাম, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস (সিপিজে) এর উপ নির্বাহী পরিচালক শাহরিয়ার সাদাত, কারিতাস-বাংলাদেশ এর প্রতিনিধি সঞ্জীব কুমার মন্ডল, রিসার্চ ইনিসিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর উপ-পরিচালক (কর্মসূচি) রুহী নাজ, পিপলস্ হেলথ মুভমেন্ট (পিএইচএম)-বাংলাদেশ এর সমন্বয়কারী আমিনুর রসুল বাবুল, নারীপক্ষ এর প্রতিনিধি হাসিনা বেগম, হেকস্-ইপার বাংলাদেশ এর টেকনিক্যাল অফিসার (রাইটস্ এন্ড এনটাইটেলমেন্ট) পাপন সরকার, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভলপমেন্ট (এএলআরডি) এর প্রোগ্রাম অফিসার এডভোকেট রুলি ইসলাম, দলিত নারী ফোরাম এর প্রকল্প কর্মকর্তা তামান্না সিং বাড়াইক, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর প্রতিনিধি অনন্যা চক্রবর্তী।
দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যার বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এর সাবেক সভাপতি কৃষ্ণা লাল, বিডিইআরএম- কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বাবুল রবিদাস, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর সভাপতি চাঁনমোহন রবিদাস, মাইনরিটি রাইটস্ ফোরাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এডভোকেট উৎপল বিশ্বাস, বাংলাদেশ স্যানিটেশন ওয়ার্কার্স ফোরাম এর সমন্বয়ক গগণ লাল, বিডিইআরএম- ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক রাজীব দাস (বাবলু), নোয়াখালী জেলা শাখার সভাপতি মিঠু চন্দ্র দাস, লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুমী রানী দাস, চাঁদপুর জেলা শাখার সভাপতি দিপক রবিদাস, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন রাজভর প্রমুখ।
শ্রম বিষয়ক সংস্কার কমিশন এর সভাপতি সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘দলিতরা যেসকল বঞ্চনা ও বৈষম্যের শিকার তার তালিকা তৈরী করতে হবে। আগামী নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের কাছে এই তালিকা দিয়ে বলতে হবে যে তারা দাবীগুলো পুরণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কিনা। তাদের জবাবদিহির পর্যায়ে আনতে হবে। আমরা আশা করবো, আগামীর সরকার হবেন জবাবদিহিতা নিশ্চিত করার সরকার। তিনি আরও বলেন, দলিতদের দেশের নাগরিক হিসেবে মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত করা জরুরী। ঢাকা সিটির পরিচ্ছন্নতাকর্মীরা মাতৃত্বকালীন ছুটি পান না। এটি হতে পারে না।’
নারী বিষয়ক সংস্কার কমিশন এর সভাপতি শিরীন পারভীন হক, সমাজ থেকে অচ্ছ্যুৎ ধারণা এখনও যায় নি। এটা আমাদের সকলের জন্য লজ্জার। এই ধারণাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে, প্রতিদিন, প্রতিক্ষণেই। নারী বিষয়ক সংস্কার কমিশন এযাবৎ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে ৩৭টি পরামর্শ সভা আয়োজন করা হয়েছে। আমরা চেষ্টা করেছি সকলের সমস্যা ও সংকট জানার এবং সমন্বিতভাবে তুলে ধরার।’
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এর সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম, তেমনটা হয়নি। রাজনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। সংবিধানে স্বৈরাচার বাস করে না, বাস করে ব্যক্তির মধ্যে। সময়ের প্রয়োজনে গণঅভ্যুত্থান হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা ভালো না। ভিন্নমতের হলেই মব সৃষ্টি করা হচ্ছে।
এসবের প্রতিবাদ ও প্রতিরোধের জন্য আমাদের আন্দোলন জারি রাখতে হবে। কমন ভয়েস তৈরী করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর সালমা আখতার বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে দলিত জনগোষ্ঠী মূলস্রোত জনগোষ্ঠী থেকে কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন। তাদের মূলধারায় আনতে দক্ষতা উন্নয়ন, পেশার পরিবর্তন ও আধুনিকায়ন, পরিসংখ্যান জরুরী। আইডেন্টিটি সমস্যা নয়, মূলত মেন্টালিটিই সমস্যার জায়গা।’
বক্তাগণ আগামীতে জাতীয় সংসদ থেকে শুরু করে সর্বস্তরে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিতকরন, আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং তাদের সঠিক পরিসংখ্যানের পাশাপাশি পর্যাপ্ত গবেষণার উপর গুরুত্বারোপ করেন।
বার্তা প্রেরক,শিপন কুমার রবিদাস,সাধারণ সম্পাদক,
বিডিইআরএম, কেন্দ্রীয় কমিটি।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।