আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর, ৪ জুয়াড়ি গ্রেপ্তার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- ‎বগুড়ার আদমদীঘিতে টাকার বিনিময়ে বাঁশঝাড়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে চার জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

এসময় জুয়ার বোর্ড থেকে তাস, নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জার উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার দেলুঞ্জ গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার শাওইল বাজারের আহম্মদ আলী শেখের ছেলে আব্দুল আজিজ শেখ (৫৮), একই গ্রামের দিঘীরপাড়ের আবুল শেখের ছেলে বাবলু শেখ (৬০) দক্ষিণপাড়ার তাছের উদ্দিন শেখের ছেলে আলেফ উদ্দন শেখ (৫২) ও পলাশী গ্রামের কলিম উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩১)।  
 

‎পুলিশ জানায়, গত সোমবার বিকেলে আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউপির দেলুঞ্জ গ্রামের নির্জন স্থানে জনৈক মোজাম তালুকদারের বাঁশঝাড়ে একদল জুয়াড়ি টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে। এমন খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশের একটি দল উল্লেখিত স্থানে জুয়ার আসরে অভিযান চালান। এসময় জুয়ার বোর্ড থেকে নগদ ৩ হাজার ৫৩৫ টাকা, ৫২পিস তাস-সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ চার জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। 
 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে ওইদিন তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।