মাদারগঞ্জে প্রসূতির মৃত্যুতে হাসপাতাল সিলগালা করেছে প্রশাসন।


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর :-জামালপুর জেলার মাদারগঞ্জে রয়েল ফ্রেন্ডশিপ হাসপাতালে সাদিয়া আক্তার (২৩) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সিভিল সার্জন ডা. আজিজুল হক।
 
গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) প্রসূতিকে সিজার করার  সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সাদিয়ার মৃত্যু হয়েছে বলে অনেকে ধারণা।
 
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার ২১ সেপ্টেম্বর সাদিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপারেশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথের মধ্যে মৃত্যু হয়। 
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, রোগীর শরীরে স্বাভাবিকের চেয়ে অর্ধেক হিমোগ্লোবিন ছিল। সিজার অপারেশনের আগে রক্ত দিয়ে রোগীর শরীরকে প্রস্তুত করা উচিত ছিল। 
 
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানিয়েছেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য এটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন, একজন প্রসূতিকে গত রোববার (২১ সেপ্টেম্বর) আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 
 
অপারেশনের পূর্বে রোগীর স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণে আনা হয়। সিজার অপারেশনের পর দুর্ভাগ্যবশত তার অবস্থার অবনতি ঘটে এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে স্থানান্তরের পথে তার মৃত্যু হয়। আমরা এই ঘটনাকে একটি দুর্ঘটনা হিসেবে দেখছি এবং এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে প্রসূতি মৃত্যুর ঘটনায় জনমনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও তদারকির অভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 
 
সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা হাসপাতালটি পর্যবেক্ষণ করে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সাময়িক বন্ধ ঘোষণা করেছি। তদন্ত চলছে, তদন্ত শেষে শেষে ব্যবস্থা নেয়া হবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।