অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৩ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০২:১২
শাহ আলম,ঘোড়াঘাট দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় দায়িত্ব পালন কালে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫৮) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৪ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডাক বিলির জন্য হাকিমপুর সার্কেল অফিসে রওনা করেন মিজানুর রহমান। উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পৌছালে সেখানে তিনি শারিরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় থানা পুলিশের জরুরি মোবাইল টীম খবর পেয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তাঁর তিনটি ব্লক ধরা পড়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
এক বছর পরে মিজানুর রহমানের চাকুরী থেকে অবসরে যাওয়ার কথা ছিল। মিজানুর রহমানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কলোরগাছা মাষ্টারপাড়া এলাকায়। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসাবে এলাকায় তাঁর পরিচিতি ছিল। তাঁর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মৃত্যু কালে তিনি স্ত্রী,এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সহ সকল অফিসার ও সদস্য বৃন্দ পুলিশ সদস্য মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।তিনি ঘোড়াঘাট স্থানীয়দের মাঝে একজন নামাজী,সহজসরল,মিশুক ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।