আদমদীঘিতে মন্দির নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা হিরুর মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদাণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- সনাতন ধর্মাবলস্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বগুড়া-৩ আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু আদমদীঘি উপজেলার ৬৫টি মন্দির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদাণ করেছে। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার তালশন কালীবাড়ি মন্দির চত্ত¡রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 

আদমদীঘি উপজেলা পূজা উদযপন কমিটির উপদেষ্টা বাদল মৈত্রর সভাপতিত্বে ও উত্তম কুমার ভৌমিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, মন্দির কমিটির নেতা ইদল মৈত্র, বিএনপি নেতা মোকলেছুর রহমান, সান্তাহার ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুবদল নেতা শিহাব চৌধুরী, পৌর ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা তাঁতীদলের সভাপতি আকবর খান, মন্দির কমিটির নেতা চঞ্চল ও রতন বসাক প্রমূখ।

 

এসময় বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার ৬৫টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের মাঝে পূজা উদযাপনের জন্য নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদাণ করেন প্রধান অতিথি হামিদুল হক চৌধুরী হিরু।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।