পলাশবাড়ী উপজেলায় ৫৬টি,মন্ডপে দুর্গাপূজার প্রস্ততি, মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমা


পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি ঃ-  হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।
 

এ বছর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৫৬টি,মন্ডপে দুর্গাপূজার প্রস্ততি নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মন্দির-মন্ডপে তৈরি করা হচ্ছে প্রতিমা। মাটির প্রলেপ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে এগুলো। আর কিছুদিন পর রংতুলির আঁচর পড়বে এসব প্রতিমার শরীরে।  
 

রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দীলিপ চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাংগঠনিক সম্পাদক বিদুষ চন্দ্র বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন উপলক্ষ্যে ইতোমধ্যে পলাশবাড়ী উপজেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠান হয়েছে। 

 

পলাশবাড়ী ওসি ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ আইনশৃঙ্খলা রক্ষায় সমসাময়িক বিষয়ে আলোচনা ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং শারদীয় দুর্গোৎসব কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হবে বলে সবাইকে আশ্বস্ত করেন। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি রাখা হবে। আর যারা পূজার সময় নৈরাজ্য ও ঝামেলা সৃষ্টির সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।