বগুড়া-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিতের সাথে দুপচাঁচিয়া বিএনপি‘র নেতা-কর্মীদের মতবিনিময় সভা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বগুড়ার-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মহিত তালুকদারের সাথে দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
 

দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। আরো বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, দুপচাঁচিয়ার তালোড়া পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল হক বাবু, গুনাহার ইউনিয়র বিএনপির সভাপতি লুৎফর রহমান সরকার, দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানা, যুবদল নেতা মোস্তাক হোসেন, ইব্রাহীম হোসেন, রুস্তম আলী, কল্লোল হোসেন, তোফাজ্জল হোসেন, রিপন আহম্মেদ, নজরুল ইসলাম প্রমুখ।

 

এসময় দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষের বিজয় অর্জিত হয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন দলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।তাই আমাদের ঐক্যকে শাণিত করে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আগামী রাজশাহী বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ও হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় পূজা দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে কোনো অনুষ্ঠান বা কার্যক্রম বিঘিœত না হয়।সেজন্য নেতা-কর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান তিনি।

আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।