ঘোড়াঘাটে নেশার টাকা না পেয়ে মাকে বটির কোপে গুরুতর জখম সন্তান কারাগারে


শাহ আলম, ঘোড়াঘাট দিনাজপুর থেকেঃ-দিনাজপুর জেলার ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলের বটির কোপে রক্তারক্ত জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন মা তাসলিমা বেগম (৫৫)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে সিংড়া ইউনিয়নের কশিগাড়ি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। 
 

ঘটনার পরেই থানা পুলিশ ছেলে সাব্বির হোসেন বাবুকে (১৯) আটক করে। আটক সাব্বির হোসেন ওই এলাকার আবু তাহেরের ছেলে। এ ঘটনায় মা তাসলিমা বেগমকে রক্তারক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 
 

তাসলিমা বেগমের মেয়ে আমেনা বেগম বলেন, ছোট ভাই সাব্বির হোসেন মাদকাসক্ত। সে নেশার টাকার জন্য সে আমার মায়ের কাছে দশ হাজার টাকা দাবি করে। যেটা আমার মায়ের পক্ষে দেওয়া সম্ভব ছিলনা।আমি শোনার পর হস্পতিবার আমার মায়ের বাড়িতে গিয়ে ছোট ভাই সাব্বিরকে বোঝানোর চেষ্টা করি এবং তাকে বোঝানোর পর বাসায় ফেরত আসি। আসার পর পরই সে আমার মাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। এতে কানে এবং মাথা ও  শরীরের বেশ কয়েক জায়গায় ৬০ থেকে ৭০ টি সেলাই পড়েছে। 
 

আমেনা বেগম আরও বলেন, আমরা তাকে মাদক নিরাময় কেন্দ্রে রাখার জন্য কয়েকটি নিরাময় কেন্দ্র যোগাযোগ করতে ছিলাম। কিন্তু আমরা গরিব মানুষ সাধ্যের বাহির হওয়ায় নিরাময় কেন্দ্র রাখা সম্ভব হচ্ছিল না। 
 

উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আহসান হাবীব বলেন, গুরুতর আহত অবস্থায় তাসলিমা নামে এক রোগিকে তাঁর স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার মুখমন্ডলের ডান এবং বাম পাশে এমনি কি কানসহ মাথার পিছনে গভীর ক্ষত পাওয়া যায়।যেটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আমরা তাঁকে খুবই আশঙ্কাজনক অবস্থায় পাই। রোগীর এ সময় প্রচুর রক্ত ক্ষরণ হয়। যা আমরা সেলাই দিয়ে বন্ধ করি। তিনি আরও জানান, বর্তমানে রোগীর হিমোগ্লবিন ৩.২ এর কাছাকাছি। রোগীকে এখনো আশঙ্কা মুক্ত বলা যায়না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 
 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুপুরের দিকে খবর পাই যে,ছেলে তার মাকে টাকার জন্য গুরুতর জখন করেছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন সহ অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়, তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে আসামীকে  দিনাজপুর কোর্টে প্রেরন করে। 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।