শারদীয় দূর্গোৎসব উপলক্ষে পীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:-  আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে চলছে প্রাণের প্রস্তুতি। দিন যতই ঘনিয়ে আসছে, ততই ব্যস্ত হয়ে উঠেছেন প্রতিমা তৈরীর করিগররা। মাটির প্রতিমায় সূ² কারুকাজ, রঙ তোলা আর অলংকরণের কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রতিমাশিল্পীরা।রিগররা জানান,কয়েক মাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হলেও এখন চলছে চূড়ান্ত প্রস্তুতি। 

 

কাঠ,বাঁশ,খড়,মাটি, কাপড়, রঙ সবকিছু নিয়েই প্রতিমা তৈরির কর্মশালায় জমে উঠেছে এক উৎসবমুখর পরিবেশ।

 

পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় শতাধিক পূজামন্ডপে দূর্গোপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। প্রতিটি পূজামন্ডপে সঠিক সময়ে প্রতিমা তৈরীতে রাত-দিন সমান তালে কাজ করছেন কারিগররা। 

 

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা জানান,শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব সম্পন্ন করতে ইতোমধ্যেই প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

প্রতিমাশিল্পীরা বলেন, প্রতিমা তৈরির কাজ যত কষ্ট সাধ্যই হোক না কেন, পূজার সময় প্রতিমা দেখে ভক্তদের আনন্দই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। উৎসবকে ঘিরে স্থানীয় বাজারেও বেড়েছে সরগরম অবস্থা। পূজার সামগ্রী, পোশাক ও মিষ্টির দোকানগুলোতেও চলছে কেনাকাটার ধুম। সব মিলিয়ে পীরগঞ্জে এখন পূজার আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। প্রতিমাশিল্পীর হাতের মাটির ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে দেবী দূর্গার প্রতিটি প্রতিমা।

 

উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুধীর চন্দ্র রায় বলেন, গোটা উপজেলা জুড়ে শতাধিক মন্ডপের তালিকা আমাদের কাছে জমা হয়েছে। শেষ পর্যন্ত এই সংখ্যা আরও বাড়তে পারে আবার কমতেও পারে। অধিকাংশ মন্ডপেই প্রতিমা তৈরী করা হচ্ছে। কিছু সংখ্যক প্রতিমা রেডিমেট কিনে এনে পূজা মন্ডপে পূজা করে থাকে। এবার গতবারের চেয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দূর্গোসব অনুষ্ঠিত হবে। সেজন্য আমরা প্রস্তুতি গ্রহন করেছি।

মোঃ আকতারুজ্জামান রানা
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।