সমাজের হতাশার মূল কারণ বিপ্লবী সংগঠনের অভাব: মির্জা ফখরুল


৭১ ভিশন ডেস্ক:-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সমাজে যে হতাশা বিরাজ করছে, তার মূল কারণ হলো বিপ্লবী সংগঠনের অভাব। তিনি মনে করেন, শক্তিশালী সংগঠন ছাড়া কোনো বিপ্লব সফল হতে পারে না।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলা একাডেমির সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের শোকসভায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

 

সংগঠনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘বিপ্লব তখনই সফল হয়, যখন তার পেছনে থাকে একটি শক্তিশালী সংগঠন। আজ যে হতাশা আমাদের সমাজে দেখা যাচ্ছে, তার মূল কারণ সংগঠনের ঘাটতি। বিপ্লবী সংগঠন ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।’

 

তিনি আরও বলেন, যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে চান, তাদের অবশ্যই সংগঠনকে সুসংহত ও শক্তিশালী করতে হবে। যে কোনো বিপ্লব তখনই বাস্তবায়িত হবে, যখন সংগঠন সুসংগঠিত ও দৃঢ় হবে।

 

প্রয়াত বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি তার আদর্শ ও সংগ্রামের পথ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কোনোদিন বিচ্যুত হননি। তার আপসহীন মনোভাব আমাদের জন্য একটি শিক্ষার উৎস।’

 

তিনি নতুন প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, উমরের মতো আদর্শিক নেতাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।