অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ১০:১০
সংবাদ বিজ্ঞপ্তি:-বগুড়ায় বিডিইআরএম এর জেলা কমিটি পুনর্গঠিত শিপন কুমার রবিদাস সভাপতি, সুজন রাজভর সাধারণ সম্পাদক, বিজয় চন্দ্র রবিদাস সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), বগুড়া জেলা শাখার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের লক্ষ্যে এক সভা ১৯ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) সকাল ১১.১৫ টায় বগুড়া পৌর পার্ক চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের জেলা সহ সভাপতি বুদা রবিদাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অনিল রবিদাস।
সংগঠনের জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সুজন রাজভর এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়া পাদুকা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিজয় চন্দ্র রবিদাস, বিডিইআরএম- শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রত দাস (ঋষি), আদমদীঘি উপজেলা শাখার নেতা ভুট্টু রবিদাস, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)- বগুড়া সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি সুবাস রবিদাস, সাধারণ সম্পাদক স্বপন রবিদাস, শেরপুরের কুসুম্বী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সুজন রবিদাস, নারীনেত্রী শ্রীমতি মাধবী রানী, নয়নতারা রানী দাস, ফুলো রানী, জোসনা রানী, আরতী রানী, মিনা রানী, লিলি রানী প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস বলেন, “বিডিইআরএম সারাদেশের ৬১টি জেলা ও ৪৩টি উপজেলায় বিস্তৃত হয়ে সমাজের বৈষম্য দূরীকরণে কাজ করে যাচ্ছে। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মানবাধিকার সুরক্ষায় আমাদের আন্দোলনে সমমনা সকলের অবদান আবশ্যিক বলে আমরা বিশ^াস করি।
সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক প্রচেষ্টাই পারে জাতপাত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে। সদ্য পুনর্গঠিত কমিটি বগুড়া জেলার দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় সর্বোচ্চ ভূমিকা রাখবে বলে আমরা বিশ^াস করি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অনিল রবিদাস বলেন, “বিডিইআরএম এমন একটি সংগঠন যেটির মাধ্যমে দেশ ও দশের উপকারে আসা যায়। অধিকারহীন সমাজের পিছিয়েপড়া মানুষের জন্য কাজ করতে ইচ্ছুকদের জন্য এটি একটি যথোপযুক্ত প্ল্যাটফর্ম। দেশের বিপুল সংখ্যক পিছিয়ে পড়া মানুষকে বাদ দিয়ে দেশ এগুতে পারে না। উন্নয়নের সকল স্তরে দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুজন রাজভর বলেন, “আমাদের জেলা কমিটি বেশকিছু কারণে কিছুটা নিষ্ক্রিয়তা দেখা দিয়েছিল। তবে সেটি আর চলতে দেওয়া যাবে না।আমরা আমাদের সাংগঠনিক দূর্বলতা কাটিয়ে উঠে এগিয়ে যাবো, দলিত জনগোষ্ঠীকে এগিয়ে নেবো।
কেন্দ্রীয় কমিটি আগামীতে আমাদের জেলার প্রতি আরো মনোযোগ ও আন্তরিকতা দেখাবে, এমনটা কামনা করছি। আমরা আগামীতে সম্মিলিতভাবে বগুড়া জেলার অধীন প্রত্যেকটি উপজেলা ও পৌরসভায় বিডিইআরএম এর কমিটি গঠনের মাধ্যমে প্রান্তিক মানুষের জন্য কাজ করবো।”
আলোচনা শেষে চলমান কমিটি পুনর্গঠনপূর্বক সর্বসম্মতিক্রমে শিপন কুমার রবিদাস কে সভাপতি, সুজন রাজভর কে সাধারণ সম্পাদক এবং বিজয় চন্দ্র রবিদাস কে সাংগঠনিক সম্পাদক ১৭ সদস্যবিশিষ্ট বিডিইআরএম- বগুড়া জেলা কমিটি চূড়ান্ত করা হয়।
বার্তা প্রেরক,সুজন রাজভর,সাধারণ সম্পাদক
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)বগুড়া জেলা শাখা।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।