দেশ ছাড়ছে লাখো ইসরায়েলি,বেড়েছে অভিবাসন সংকট


৭১ ভিশন ডেস্ক:- ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত দুই বছরে দেশটি ছেড়ে চলে গেছেন এক লাখ ৩৭ হাজারের বেশি ইসরায়েলি।এ সংখ্যা নতুন আগতদের প্রায় দ্বিগুণ।

 

প্রতিবেদনে বলা হয়, শুধু গত বছরই ৮২ হাজারের বেশি মানুষ দেশ ছেড়েছেন, আর নতুন করে এসেছেন মাত্র ৩১ হাজার। ২০২৩ সালে ইসরায়েল ছেড়েছিলেন প্রায় ৫৫ হাজার মানুষ, বিপরীতে এসেছিলেন ৪৬ হাজার।

 

সর্বশেষ হিসাব অনুযায়ী, ইহুদি নববর্ষের প্রাক্কালে ইসরায়েলের জনসংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। গত এক হিব্রু বছরে জনসংখ্যা বেড়েছে ১ দশমিক ২ শতাংশ, যা আগের বছরের ১ দশমিক ৬ শতাংশের তুলনায় কম।

 

পরিসংখ্যান অনুযায়ী, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ দশমিক ৪ শতাংশ ফিলিস্তিনি (১৯৪৮ সালে দখলকৃত ভূখণ্ডের বাসিন্দা), আর ৭৮ দশমিক ৬ শতাংশ ইহুদি ও অন্যান্য জনগোষ্ঠী। এছাড়া, বিদেশি বাসিন্দার সংখ্যা প্রায় ২ লাখ ৬০ হাজার।

 

ইসরায়েলিদের মতে, বাড়তে থাকা অভিবাসনের পেছনে মূল কারণ হলো ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পর রাজনৈতিক অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা, আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কা এবং চলমান অর্থনৈতিক ও সামাজিক সংকট।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।