অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৯ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০১:৫৯
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি ঃ- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মেসার্স সুনান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাহবুবর রহমানের জুনদহ বাজারের ডিলারের দোকান হতে এ চাল বিতরণ করা হয়।
প্রতি উপকারভোগীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান অফিসার ফারুক হোসাইন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উপকার ভোগীর মাঝে চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। উল্লেখ্য ৫৫০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।