অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৮:৫৮
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী ও জামালপুর শহর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামাল পাশা কে ঢাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ।
গণ অভ্যুত্থানের ৫ আগষ্টের পর আত্বগোপনে থেকে রাজধানী ঢাকাতে আওয়ামীলীগের ঝটিকা মিছিলে অংশ গ্ৰহণ করে প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে
অশ্লীল ও দেশ বিরোধী শ্লোগান দেয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জামালপুরের নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী(২১) এবং সাবেক পৌর কাউন্সিলর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশাকে (৪৩) রাজধানীর উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে জামালপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) নাজমুস সাকিবের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে দুইজনকে।
বুধবার ১৭ সেপ্টেম্বর রাতে তাদের দুইজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে জামালপুর নিয়ে আসা হয় ।
এছাড়াও ছাত্রলীগ নেতা শাহেদ আলী বর্তমান সরকার ও প্রশাসনকে বেকায়দায় ফেলতে তার ফেইজবুক পেইজে নিজের চোখ বেঁধে অপহরণের নাটক সাজিয়ে ভিডিও আপলোড করে।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুর ১ টায় জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন,গত ১৭ সেপ্টেম্বর রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে শাহেদ আলীকে এবং ফার্মগেট থেকে জামাল পাশাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে গত ৫ আগষ্টের পর জামালপুর সদর থানায় নাশকতার মামলা আছে। আওয়ামীলীগ সরকারে পতনের পর দুইজনই জামালপুর থেকে আত্বগোপন করে রাজধানীতে আশ্রয় নিয়েছিল।
তারা দীর্ঘদিন ধরে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি ঢাকায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করতো। এছাড়াও গত ৩ আগস্ট ছাত্রলীগ নেতা শাহেদ আলী নিজের চোখ বেঁধে অপহরণের নাটক সাজিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্য করার চেষ্টা করেন।
জাসালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, দেশবিরোধী রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত যে কোন চক্রের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিশৃঙ্খলা ছড়ানো কিংবা নিষিদ্ধ সংগঠনের পক্ষ নিয়ে সরকারবিরোধী কর্মকান্ডে অংশ নেওয়া এইসব কর্মকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এই অভিযানের মাধ্যমে জামালপুর জেলা পুলিশ আইনের শাসন প্রতিষ্ঠায় তারা অটল এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা সর্বদা প্রস্তুত রয়েছে।
তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে ।