ভুলে মায়ের পাসপোর্ট নিয়ে উড়াল দিলেন পাইলট, অতঃপর...


৭১ ভিশন ডেস্ক:-  সঙ্গে নিজের পাসপোর্ট না থাকায় সৌদি আরবের জেদ্দায় পৌঁছে বিপাকে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলট। ভুল করে তিনি মায়ের পাস পাসপোর্ট নিয়ে চলে গিয়েছিলেন।

 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিমানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দা পৌঁছানোর পর ইমিগ্রেশনে তার পাসপোর্ট না থাকার বিষয়টি ধরা পড়ে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।

ওই পাইলট হলেন ক্যাপ্টেন মুনতাসির।


বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তার জিম্মায় ক্যাপ্টেন মুনতাসিরকে ছেড়ে দেওয়া হয়। তিনি এখন হোটেলে অবস্থান করছেন।
পাসপোর্ট না থাকায় ক্যাপ্টেন মুনতাসিরকে সেখানকার কর্মকর্তারা আটকে জিজ্ঞাসাবাদ করেন। বুধবার সকালে জেদ্দায় বিমানের কর্মকর্তাদের হস্তক্ষেপে তিনি ছাড়া পান।


এরপর সন্ধ্যার ফ্লাইটে ঢাকা থেকে তার পাসপোর্ট জেদ্দা পাঠানোর ব্যবস্থা করে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, পাইলট মুনতাসির ভুল করে নিজের পরিবর্তে তার মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাইটে উঠেছিলেন। জেদ্দায় ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়ে। পরে বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে তার জিম্মায় ক্যাপ্টেন মুনতাসিরকে ছেড়ে দেওয়া হয়।

 

তিনি এখন হোটেলে অবস্থান করছেন।
 

কালের কণ্ঠ


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।