এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান


৭১ ভিশন ডেস্ক:- এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান। ভারতের পথ ধরে দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করলো তারা। বাঁচা-মরার লড়াইয়ে আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে সালমান আগার দল। জয় পেয়েছে ৪১ রানে।

 

দুই দলের লড়াইটা ছিল ডু অর ডাই। যে জিতবে সেই নিশ্চিত করবে শেষ চার। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে তুল ১৪৬ রান। বিপরীতে ১৭.৪ ওভারে ১০৫ রানে থেমেছে আমিরাত।

 

পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ নিয়ে আলোচনার কমতি ছিল না। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ চেয়ে ম্যাচ বয়কটের হুশিয়ারি দিয়েছিল পাকিস্তান। তবে আইসিসিও ছিল অনড়।

 

ফলে পাকিস্তান দল মাঠেই আসেনি নির্ধারিত সময়ে। ফলে খেলা মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা। পরবর্তীতে পাইক্রফট পাকিস্তান দলের কাছে ক্ষমা চাইলে, কাটে সব সংশয়।

 

সব সমাধান শেষে খেলা মাঠে গড়ায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পর। যেখানে টসে জিতে পাকিস্তানকে ব্যাট কর‍তে পাঠায় স্বাগতিকেরা। দুবাইয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের।

 

২.৪ ওভারে ৯ রানে হারায় দুই ওপেনারকেই। এরপর সালমান আলি আগা ও ফখর জামান মিকে গড়েন ৬১ রানের জুটি। ১১ ওভার শেষে সালমান ফেরেন ২৭ বলে ২০ করে। তবে ফিফটি তুলে নেন ফখর।

 

১৩.১ ওভারে দলীয় ৮৬ রানে ফেরেন তিনি, আউট হন ৩৬ বলে ৫০ করে। সেখান থেকে ১৬.৫ ওভারে ১১০ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ হারিস (১৮) ছাড়া আর কেউ রান পাননি।

 

একটা সময় বলের সমান রান হবার আগেই দেখা দেয় গুটিয়ে যাবার শঙ্কা। তবে শেষ দিকে ১৪ বলে অপরাজিত ২৯ রান করে শাহিন আফ্রিদি মান বাঁচান পাকিস্তানের। জুনায়েদ সিদ্দিকি ৪ ও ৩ উইকেট নেন সিমরান জিৎ।

 

জবান দিতে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন আলিশান শারাফু ও মোহাম্মদ ওয়াসিম। তবে জুটি থিতু হতে দেননি শাহিন আফ্রিদি, ভয়ঙ্কর হবার আগেই শারাফুকে (৮ বলে ১৩) ফেরান তিনি। ২১ রানে ভাঙে উদ্বোধনী জুটি৷

 

১৫ বলে ১৪ রান করে শেষ হয় ওয়াসিমের দৌড়। যুবাইব খানও ফেরেন দ্রুত। পাওয়ার প্লেতে ৩৫ রানেই ৩ উইকেট হারায় আমিরাত। এরপর রাহুল চোপড়া ও ধ্রুব পারেশ্বর মিলে হাল ধরার চেষ্টা করেন দলের।

 

তবে রানের গতি ধরে রাখতে পারেননি, ৫২ বলে ৪৮ রান আসে জুটিতে। রাহুল ৩৫ বলে ৩৫ ও ধ্রুব আউট হন ২৩ বলে ২০ করে। এরপর আর কেউ দুই অঙ্কে যেতে পারেনি, কোনো রকমে এক শ' পেরোয় ইনিংস ।

 

শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।