পলাশবাড়ীতে উপজেলা জাপা নেতা আশফাক আলী মন্ডলের ইন্তেকাল:গভীর শোক


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:- গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলা জাতীয়পার্টির নেতা আশফাক আলী মন্ডল (৫৮) ইন্তেকাল করেছেন ।
পৌরশহরের অফিসের হাট মডেল মসজিদ (জামালপুর) এলাকার মরহুম আজগার আলী মন্ডলের চতুর্থ ছেলে আশফাক আলী মন্ডল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছিলেন।
 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাঁর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি একমাত্র মেয়ে, স্ত্রী, ভাই-বোন রেখে গেছেন।
এদিন বাদযোহর স্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক মুসুল্লির অংশগ্রহণে প্রথমত: মডেল মসজিদ চত্বর এবং গ্রামের বাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম গোপালপুর গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন করা হয়।
 

তাঁর মৃত্যুতে জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, ইঞ্জিনিয়ার আলহাজ্ব মইনুর রাব্বী চৌধুরী রুমান, জেলা জাপা সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মশিউর রহমান, পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।