দুই কিশোরীকে ধর্ষণের দায়ে জামালপুরে যুবকের যাবজ্জীবন


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:জামালপুরে পৃথক দুইটি ঘটনার মামলায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ করার দায়ে আবু সাইদ রবিন নামের এক যুবককে ১৪ বছর সশ্রম ও যাবজ্জীবন কারাদণ্ডসহ দুই লাখ টাকা অর্থদণ্ড করেছেন  বিজ্ঞ আদালত।
 
বুধবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি আবু সাইদ রবিন জামালপুর সদর উপজেলার তুলশীরচর এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আবু সাইদ রবিন পলাতক ছিলেন।
 
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের কিশোরীকে সুকৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। সেই মামলায় ৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত।
 
ফজলুল হক আরো জানান, এছাড়াও ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে ৮ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করার আসামি রবিন। সেই মামলায় ৭ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে রবিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।