জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি খুঁজতে ফের সংলাপ


জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) থেকে এই সংলাপও হবে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ ৩০টি দল এবং জোট সংলাপে যোগ দেবে।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর  জুলাই সনদ চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোকে দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন ঐকমত্য কমিশন।


বিএনপিসহ ১৬টি দল সনদে সই করতে দলীয় প্রতিনিধির নাম পাঠিয়েছে। জামায়াত, ইসলামী আন্দোলসহ বাকি দলগুলো বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ না হওয়া পর্যন্ত সনদে সই করতে রাজি নয়।

সনদে সংস্কারের ৮৪টি সিদ্ধান্ত হয়েছে। যেগুলো অধ্যাদেশ এবং নির্বাহী আদেশে কার্যকর সম্ভব, সেগুলো নির্বাচনের আগে বাস্তবায়নে সব দল একমত।


ঐকমত্য হয়নি সংবিধানের ৩৪টি সংস্কার প্রশ্নে।
বিএনপি চায়, আগামী সংসদে দুই বছরে সংবিধান সংস্কার হবে। জামায়াতের দাবি, নির্বাচনে আগেই প্রভিন্সিয়াল সাংবিধানিক আদেশে সংবিধান সংস্কার করতে হবে। ইসলামী আন্দোলনসহ ১১টি দলের একই অবস্থান।

 

এনসিপি গণপরিষদে সংবিধান সংস্কার চায়। গণতন্ত্র মঞ্চের শরিকরা চায় সংবিধান সভায় সাংবিধানিক সংস্কার।
ইতোমধ্যে জামায়াতসহ সাতটি দল নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছে। এ সাত দল চারটি দাবিতে একমত হলেও যুগপৎ আন্দোলনে যোগ দেয়নি এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। এ পরিস্থিতিতে আজ বেলা ১১টায় সংলাপ শুরু হবে।


বিএনপি বলছে, আলোচনা চলাকালে আন্দোলন স্ববিরোধী।
কালের কণ্ঠ


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।