অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৩:৩৫
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতাঃ- পারিবারিক দ্বন্দ্ব-কলোহের জেরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকারের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ উত্থাপনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ শফিকুল ইসলাম পিয়িরার বিরুদ্ধে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভূক্তভোগী দুলাল সরকার।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। সম্পতি আমাদের পারিবারিক দ্বন্দ্ব-কলোহের জেরে প্রতিপক্ষ আমার নিকট আত্মীয় উপজেলা সদরের জামালপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শফিকুল ইসলাম পিয়ারা আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজীর লিখিত অভিযোগ গাইবান্ধা জেলা শ্রমিকদল বরাবরে জমা দিয়েছেন। যা সম্পূর্ণ 'মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত।
উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সহসভাপতি শাহজালাল, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সরোয়ার হোসেন হযরত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু ও সদস্য সচিব রাজু আহম্মেদ প্রমুখ।