অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৫ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৩৩
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ঃ -সংশ্লিষ্ট প্রশাসনের অনুমোদন ছাড়াই গোপনে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছোটকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশাল একটি কড়ই গাছের ডাল কাটেন বিদ্যালয়ে সংলগ্ন বিউটি বেগম এবং তার ছেলে সুজন ইসলাম।
এ সময় বিশাল আকারের গাছের ডালটি বিদ্যালয়ের সীমানা প্রাচীর উপরে পড়ে যায়। এতে করে বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে যায়।
ঘটনাটি শুক্রবার (১২ সেপ্টেম্বর) হওয়ার কারণে বিদ্যালয় বন্ধ থাকে এবং এলাকার মানুষজন জুমার নামাজ শেষে বিদ্যালয়টির পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন এই ঘটনাটি তাদের চোখে পড়ে। সঙ্গে সঙ্গেই তারা গাছটি স্থানীয়ভাবে আটক করেন এবং বিদ্যালয়ের পাশেই প্রধান শিক্ষকের বাড়ি হওয়ায় খবর দিয়ে বিদ্যালয়ে ডেকে আনা হয় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। প্রধান শিক্ষককের আছে গাছ কাটার বিষয়টি জানতে চান স্থানীয় মানুষজন।
স্থানীয় বাসিন্দা কুলসুম বেগম অভিযোগ করে বলেন, স্কুল ছুটি থাকার সুযোগে গোপনে বিশাল আকৃতির কড়াই গাছের ডালটি কাটেন স্কুলের পাশের বাড়ির বিউটি বেগম এবং তার ছেলে। তিনি আরো বলেন কিছুদিন আগে বিউটি বেগম স্কুলের প্রধান শিক্ষক মোছা: রোজিনা আক্তারের কাছে অভিযোগ করেন, কড়াই গাছের ডালটি তার ঘরের উপরে হেলে পড়েছে এতে করে তার ঘরের টিনের চাল নষ্ট হয়ে যাচ্ছে। সে সময় প্রধান শিক্ষক বলেন যে গাছের ডালটি কেটে দেন।
বিদ্যালয়টির কমিটির দাতা সদস্য আব্দুল জলিল প্রধান অভিযোগ করে বলেন গাছের ডাল কাটার ব্যাপারে প্রধান শিক্ষকের সঙ্গে যে ওই বাড়িওয়ালার কথা হয়েছে এ ব্যাপারে প্রধান শিক্ষক কমিটির কারো সঙ্গে আলোচনা করেননি। প্রধান শিক্ষক তার ইচ্ছেমতো সবকিছুই করেন। কমিটির কাউকেই কোন বিষয়ে জানান না। স্থানীয় আতাউর রহমান জানান বিদ্যালয়ের গাছের ডালটি যদি প্রতিবেশীর ঘরের টিনের উপর গিয়ে তার ক্ষতি হয়। বিষয়টি যদি প্রধান শিক্ষককে জানিয়ে থাকে তাহলে প্রধান শিক্ষক আলোচনা করে গাছের ডালটি সরকারি নিয়মে কাটার ব্যবস্থা করলে সীমানা প্রাচীরটি ভেঙ্গে যেত না। প্রধান শিক্ষক কারো সঙ্গে আলোচনা না করেই গোপনে গাছের ডালটি কাটতে বলেন। আমরা তদন্ত সাপেক্ষে বিষয়টির সুষ্ঠ সমাধান চাই।
এ ব্যাপারে বিউটি বেগম এবং তার ছেলে সুজন ইসলাম বলেন প্রধান শিক্ষকের সঙ্গে গাছের ডালটি কাটার ব্যাপারে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের গাছের ডালটি কেটে দিতে বলেছিলেন এবং বলেছিলেন যদি ডাল কাটতে গিয়ে সীমানা প্রাচী ভেঙ্গে যায় সে ক্ষেত্রে ওই সীমানা প্রাচীর টি ঠিক করে দিতে হবে এই শর্তে গাছের ডাল কাটার মৌখিক অনুমতি দেয় প্রধান শিক্ষক।
এ বিষয়ে ছোটকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান রোজিনা আক্তার বলেন,তারা আমার সঙ্গে গাছের ডালটি কাটার বিষয়ে কথা বলতে এসেছিলেন। আমি বিষয়টি উপরমহলে জানিয়েছিলাম। এসময় তিনি গাছের ডালটি মৌখিকভাবে কাটার অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। গাছের ডাল কাটা এবং প্রাচী ভাঙ্গার ব্যাপারে পরবর্তী কি পদক্ষেপ এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন আমি উপজেলা প্রাথমিক শিক্ষা ও অফিসারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি নিয়ে স্যার দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দিন শাহ্ বলেন গাছ কাটার বিষয়টি তিনি জানেন না। কাউকে না জানিয়ে এভাবে কেউ গাছ কাটতে পারে না। নিয়ম অনুযায়ী বিদ্যালয় পরিচালনা কমিটি রেজল্যুশন করে প্রশাসনের অনুমতি নিয়ে তবেই প্রতিষ্ঠানের গাছ কাটতে পারবে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।