অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৪ সেপ্টেম্বার ২০২৫, সময়ঃ ০৭:৫০
রবিউল হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ
নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। আশা করি সরকার আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন দিতে বাধ্য হবে। তবে নির্বাচন অনেক কঠিন হবে। তারেক জিয়াকে যদি ক্ষমতায় দেখতে চান, বিএনপিকে যদি ক্ষমতায় দেখতে চান তাহলে এখনই ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোটের কাজ করবেন, এটাই তারেক জিয়ার নির্দেশ। আজ শনিবার বিকেলে শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা কামাল জামান মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ন ককির, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোরহাব হাওলাদার, শিবচর উপজেলা বিএনপি নেতা শাজাহান মোল্লা (সাজু), শাহাদাত হোসেন খান, আজমল হোসেন খান, শহিদুল ইসলাম (শহিদ চেয়ারম্যান), জাহাঙ্গীর সরদার, মাহাবুব মাদবর, যুবদল নেতা শাহিন গোমস্তা, ছাইদুজ্জামান জামাল ব্যাপারী, ছাত্রদল নেতা শিহাব হোসেন প্রমুখ। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
কামাল জামান মোল্লা আরো বলেন, তারেক জিয়ার নেতৃত্বে আগামীর বিএনপি হবে একটি আদর্শ বিএনপি। যেখানে থাকবে না প্রতিহিংসা, যেখানে থাকবে না ঘৃণা। আপনারা এখনই বিএনপির জন্য কাজ শুরু করেন। সামনে সময় খুবই কঠিন। বর্তমান সরকার ক্ষমতায় এসে তার জন্য আর তার নিজের জন্যই কাজ করছেন। তিনি জাতির মঙ্গলের জন্য কিছু করছেন না।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।