র‍্যাব-১৩ এর অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার।


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

 

রোববার (১১ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে 
র‍্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়তে এলিট ফোর্স র‍্যাব নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।

 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গত ১০ জানুয়ারি রাত ৮টার দিকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন পুরাতন তেলের পাম্প এলাকায় অভিযান চালায়।

 

অভিযানকালে ডিএমপির যাত্রাবাড়ী থানার মামলা নং-৮৪ (১২) ২০২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ) ধারায় প্রসেস নং-৩২৮/২৫ ও রিসিভ নং-৩৪/২৫ অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ শাহ আলম (২৯)-কে গ্রেফতার করা হয়। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মুসরত নাখেন্দা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত শাহ আলম ২০২০ সালে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ইয়াবার একটি বড় চালানসহ গ্রেফতার হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা এড়াতে দীর্ঘদিন ধরে সে কৌশলে আত্মগোপনে ছিল।

 

গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

 

এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।