যমুনা ইউরিয়া সার কারখানায় আবার উৎপাদন শুরু


শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-
দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।

 

রবিবার ১১জানুয়ারী  সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার জিএম অপারেশন ফজলুল হক।

 

এর আগে টানা ২৩ মাস বন্ধ থাকার পর ২৩ ডিসেম্বর উৎপাদন শুরু হয়। চালু হওয়ার মাত্র ১৩ দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ।

 

যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, গত ৬ জানুয়ারি বিকেল থেকে কারখানার একটি প্লান্টে ইন্টারনাল ও যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়েছিল। যান্ত্রিক ত্রুটি মেরামত করে আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হয়েছি।

 

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রাখে।
 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।