অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৮:২১
আমরা শিশু আমরা কিশোর
ইশকুলেতে যাব,
লেখাপড়া শিখে মোরা
অনেক বড় হব।
দেশ ও জাতির উন্নয়নে
সু-শিক্ষাই মূল,
নকল থেকে থাকব দূরে
ফুটাবো সব ফুল।
লক্ষ্য মোদের সত্য সুন্দর
চলব সঠিক পথে,
সকল আঁধার মুছে দেব
অরুপ আলোর রথে।
শিক্ষা গুরুর আদেশ নিষেধ
চলব সদা মেনে,
মানুষ গড়ার কারিগরদের
রাখব আপন জেনে।
পরিচিতি ঃ
লায়ন মোঃ গনি মিয়া বাবুল(শিক্ষক, কবি, কলাম লেখক, সংগঠক ও সমাজসেবক)যুগ্মমহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা)কেন্দ্রীয় কমিটি
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।