বগুড়ায় শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে লংকাবাংলা ফাউন্ডেশনের কম্বল বিতরণ


প্রেস বিজ্ঞপ্তি :-বগুড়ায় প্রচন্ড শীতে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বেলা ১২টায় বগুড়া শহরতলী বনানী সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার প্রায় চার শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। 
 

অনুষ্ঠানে প্রধান ছিলেন সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম। বিশেষ ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির রিজিওনাল হেড ও বগুড়া শাখার প্রধান মোঃ মিজানুর রহমান।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বগুড়া শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আল আমিন কমপ্লেক্স ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান শাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 

বিশেষ অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
 

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগেই অসহায় মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব। এ ধরনের মানবিক কার্যক্রম সামাজিক সহমর্মিতা ও দায়িত্ববোধকে আরও জোরদার করে। 
 

এসময় কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় এলাকাবাসী লংকাবাংলা ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহŸান জানান।

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।