রংপুরের হারাগাছের ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুমিল্লায়


মোকছেদুল মমিন মোয়াজ্জেম,দিনাজপুর প্রতিবেদক:-রংপুরের হারাগাছ এলাকায় এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে 
র‌্যাব জানায়, ভিকটিমের স্বামী দীর্ঘদিন আগে মারা যাওয়ায় তিনি প্রতিবেশীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। 

 

এই সুযোগে আসামি বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।

 

 এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিল। 

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ১০ জানুয়ারি ২০২৬ রাত সাড়ে ১২টায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন বাবুর্চি বাজার এলাকা থেকে প্রধান আসামি মো. হাছেন আলী (৫০) কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, ধর্ষণসহ সকল গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 


প্রধান উপদেষ্টা সম্পাদকঃ মোঃ নুরুল ইসলাম ওমর, সাবেক এমপি ও বিরোধী দলীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মাক্সুদুল আলম হাওলাদার

নির্বাহী সম্পাদকঃ এম নজরুল ইসলাম

ফোনঃ ০১৭১৭০১৬১৩০

যোগাযোগঃ অফিসঃ সাতমাথা, বগুড়া গাজীপুর অফিসঃ সিলমন, টঙ্গি, গাজীপুর

© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।