অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৮:৫৩
সফিকুল আলম দোলন জেলা প্রতিনিধি,পঞ্চগড়:- জেলার বোদা উপজেলার আর্ত মানবতার সেবায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় সূচনা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে শুক্রবার(৯ জানুয়ারী) বিকালে থানাপাড়াস্থ প্রধান কার্যালয় চত্বরে দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয় । প্রথম পর্যায়ে ১৫০ জন দরিদ্র মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয় ।
এতে সূচনা সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক ও প্রধান নির্বাহী প্রধান অতিথি হিসেবে মো.সফিকুল আলম শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন সূচনা বিদ্যা নিকেতনের অধ্যক্ষ সুলতান মাহামুদ,এরিয়া ম্যানেজার মো.শাহিনুর ইসলাম,সিনিয়র মানেজার মো.জয়নুল ইসলাম,ম্যানেজার (ফিন্যান্স) নির্মল চন্দ্র বর্মন,শাখা ব্যবস্থাপক আশিষ কিশোর দত্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
গত ২ সপ্তাহ ধরে শৈত্য প্রবাহে আক্রান্ত পঞ্চগড়ের অন্যান্য উপজেলার পাশাপাশি বোদায় রাত বাড়ার সাথে সাথে হিমেল হাওয়া ও কনকনে শীত মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে শতগুন। শীতের প্রকোপে মানবেতর জীবন যাপন করছে গ্রামীণ স্বল্প আয়ী দিনমুজুর শ্রেণীর মানুষরা।
মোঃ সফিকুল আলম দোলনজেলা প্রতিনিধি,পঞ্চগড়।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।