অফিস ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৮:৩৫
এসএম সিরাজ,বগুড়া:-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শনিবার বগুড়া সিটি গার্লস স্কুল এন্ড কলেজে ৫০জন শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করেছে বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন স্কুল এন্ড কলেজের সভাপতি ডা: শাহ মো: শাজাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম খোকন, বগুড়া সিটি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেন।
অনুষ্ঠানে পূর্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ও তারেক রহমানের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে
সবাইকে প্রচেস্টা চালাতে হবে-সোহেল
বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে প্রচেস্টা চালাতে হবে।
মানুষের তৈরী করা আইনে দেশে খুন ধর্ষন রাহাজানি বৃদ্ধি পাচ্ছে। একমাত্র আল্লাহর আইন পারে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে। তিনি শুক্রবার রাতে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মেঘাগছা হাফেজিয়া মাদরাসা ইয়াতিমখানার উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতির বক্তব্য এ কথা বলেন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৫নং রাজাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক রেজা। মাহফিলে প্রধান বক্তা ছিলেন আজিজুল ইসলাম জিহাদী সাতক্ষীরা, আব্দুল্লাহ আল মাসউদ বিন আব্দুল মান্নান, আব্দুল হান্নান মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে হিফজ সমাপ্তকারীদের পাগড়ী প্রদান করা হয়।
তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শনিবার বগুড়া জেলা বিএনপি বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে।
তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শনিবার বগুড়া সিটি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করেন জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল।
শুক্রবার রাতে বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের মেঘাগছা হাফেজিয়া মাদরাসা ইয়াতিমখানার তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতির বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
শনিবার বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বহিস্কৃত জেলা যুবদলের সহ সভাপতি রেজাউল করিম লাবু।
শনিবার বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা ও সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু।
© 71 Vision ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।